অসভ্যতা আছে বলেই হয়তো সভ্যদের কদর এতো বেশি..!

শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ | ১০:২৫ পূর্বাহ্ণ

অসভ্যতা আছে বলেই হয়তো সভ্যদের কদর এতো বেশি..!
apps

নিয়মের মারপ্যাচে পড়ে গেলে আমাদের অধিকাংশের ভদ্রতার লেবাস খুলে যেয়ে আসল চেহারা বের হয়ে আসে।

অসভ্যতা আছে বলেই হয়তো সভ্যদের কদর এতো বেশি! আবার সভ্যদের মাঝে কতজন মনের গভীর থেকে সভ্যতা লালন করেন, সেটিও একটি প্রশ্ন সাপেক্ষ বিষয়!

আপাতত গভীরে না যেয়ে, নিয়মের মারপ্যাচে পড়ার আগ পর্যন্ত সভ্যতাকে লালনকারীদের কুর্নিশ চালিয়ে যাওয়াই উত্তম বলে মনে করি! (এলোমেলো কথন)

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: এডিসি, মিডিয়া অ্যান্ড পিআর

Development by: webnewsdesign.com