আবারও নীল ছবির দুনিয়ার সঙ্গে নাম জড়াল বলিউডের। এবার একতা কাপুরের ‘গান্দি বাত’ সিরিজের অভিনেত্রী গহনা বশিষ্ঠকে পর্নগ্রাফি ব্যবসা চালানোর অভিযোগে গতকাল রবিবার মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে।
জানা গেছে, উঠতি মডেল ও অভিনেত্রীদের দিয়ে অশ্লীল শুটিং এবং সেগুলো নিজের ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গহনাকে গ্রেফতারের পর বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
উল্লেখ্য, এএলটি বালাজির বিতর্কিত ওয়েব সিরিজ ‘গান্দি বাত’-এ অভিনয় সূত্রেই জনপ্রিয় হন গহনা বশিষ্ঠ। ৩২ বছরের এই অভিনেত্রী ৮০টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন। এর আগে মিস এশিয়া বিকিনি অ্যাওয়ার্ডও জেতেন তিনি। মুম্বাই পুলিশ বলছে, বহুদিন ধরেই রমরমিয়ে চলছিল এই চক্র। যে ওয়েবসাইটি গহনা চালাতেন, সেটি আদ্যোপান্ত অশ্লীল ছবি-ভিডিওতে ভর্তি। অভিযোগ, অভিনেত্রী এপর্যন্ত মোট ৮৭টি পর্ন ভিডিও আপলোড করেছেন।
Development by: webnewsdesign.com