অলিম্পিক আয়োজনের বিপক্ষে জাপানির জনগণ!

সোমবার, ১১ জানুয়ারি ২০২১ | ৮:২৫ অপরাহ্ণ

অলিম্পিক আয়োজনের বিপক্ষে জাপানির জনগণ!
apps

জাপানের অধিকাংশ মানুষ চাইছেন না অলিম্পিক হোক। করোনার তৃতীয় ঢেউয়ে বিপর্যস্ত জাপানে সম্প্রতি জনমতের ভিত্তিতে উঠে এল এমনই তথ্য। জাপানের কিয়োডো নিউজ এজেন্সি এমনটাই জানিয়েছে।

এর আগে, গত ৬ ডিসেম্বর জনমত সমীক্ষা করেছিল। তাতে দেখা যায়, যে ৬০ শতাংশ মানুষ অলিম্পিক আয়োজনের বিরোধী। সেই সংখ্যাই জানুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে ৮০ শতাংশে।

বলা হয়েছে, জাপানে মোট ১০৪১ জনের কাছে এই ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। এর মধ্যে ৩৫ শতাংশ মানুষ বলেছেন যে তারা একেবারে অলিম্পিক বাতিলের পক্ষে। আর ৪৫ শতাংশ মানুষ বলেছেন যে তারা আরও একবার অলিম্পিক পিছিয়ে দেওয়ার পক্ষে।

তবে টোকিও অলিম্পিকের আয়োজকরা একেবারেই প্রতিযোগিতা পিছিয়ে দেওয়ার পক্ষপাতী নন। যতই জরুরি অবস্থা থাক, তারা অলিম্পিক নির্দিষ্ট সময়েই হবে বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী সুগাও এই সপ্তাহেই নিরাপদ ও সুরক্ষিত অলিম্পিক হবে বলে আশ্বস্ত করেছেন। সূত্র : আনন্দবাজার

Development by: webnewsdesign.com