অলিম্পিকে পদক গ্রহণের পর মাস্ক খোলার অনুমতি পেলেন অ্যাথলিটরা

মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ | ১১:১২ পূর্বাহ্ণ

অলিম্পিকে পদক গ্রহণের পর মাস্ক খোলার অনুমতি পেলেন অ্যাথলিটরা
apps

টোকিও অলিম্পিকে পদক গ্রহণের পর জীবনের সেরা ছবিতেও মাস্ক পরে অ্যাথলিটদের মুখ দেখানোর অনুমতি ছিল না। বিষয়টি বিবেচনা করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) সিদ্ধান্ত নিয়েছে, অলিম্পিকে পদক গ্রহণের পর ৩০ সেকেন্ডের জন্য মাস্ক খুলতে পারবেন অ্যাথলিটরা।

কোভিড মহামারির মাঝেই চলছে এবারের অলিম্পিক আসর। অ্যাথলিট ভিলেজে ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে। অ্যাথলিট-কর্মকর্তা কেউই বাদ পড়ছেন না করোনার থাবা থেকে। আর এসব থেকে বাঁচতেই প্রায় শূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ইভেন্টগুলো। মাঠ এবং গ্যালারিতে কর্মকর্তা, অ্যাথলিট এবং সংবাদকর্মীদের মাস্ক পড়া ছিল বাধ্যতামূলক।

তবে অ্যাথলিটদের অনুরোধে এবার কিছুটা নমনীয় হলো। পদক জয়ের পর তোলা ছবিতে মাস্ক মুখ থেকে সরানোর অনুমতি দিল তারা। মূলত ছবি তোলার ৩০ সেকেন্ড সময় অ্যাথলিটরা মাস্ক ছাড়া থাকতে পারবেন বলে জানিয়েছে আইওসি।

Development by: webnewsdesign.com