অভিনন্দনের জোয়ারে ভাসছে মেসিরা বিশ্ববাসীর

বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ | ১২:৫৮ অপরাহ্ণ

অভিনন্দনের জোয়ারে ভাসছে মেসিরা বিশ্ববাসীর
apps

গোটা বিশ্ব জুড়ে রয়েছে ল্যাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার ভক্ত-সমর্থক। সেই কিংবদন্তি দিয়েগো মারাদোনার খেলা দেখে ভক্ত হয়েছেন অনেকে, আবার অনেকে হয়েছেন লিওনেল মেসির খেলা দেখে। এ ভক্তদের একটি আফসোস ছিল টানা ৩৬ বছর ধরে ট্রফি না জেতা। তবে সে শূন্যতা পূরণ হয়ে গিয়েছে আর্জেন্টিনার।

মেসির হাতে করেই কাতার থেকে গতবারের চ্যাম্পিয়নদের থেকে ছিনিয়ে নিয়ে এসেছে ট্রফি। এরপর থেকেই বিশ্বজুড়ে আর্জেন্টিনার জয় জয়কার, পাচ্ছেন অভিনন্দনও।

কাতার বিশ্বকাপের ফাইনালে জমজমাট খেলা হয় ফ্রান্স-আর্জেন্টিনার। শতাধিক মিনিটের লড়াই। ৬ গোলের থ্রিলার। শেষ অবদি টাইব্রেকারে জয় নিয়ে নিজেদের স্বপ্নের ট্রফি হাতে তোলে মেসিরা। আলবিসেলেস্তেদের এই জয় ছড়িয়ে পড়েছে বিশ্ব জুড়ে। ট্রফি জয়ে তাদের অভিনন্দন জানায় হাসপাতালে থাকা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেও।

এদিকে, মেসিদের বন্দনায় মাতোয়ারা বিশ্ব গণমাধ্যমও। সারা বিশ্বের সব সংবাদমাধ্যমের প্রধান শিরোনামে উঠে আসে আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার খবর। ভালোবাসা আর আবেগের মিশেলে নানা রকমের উপমায় মেসিদের বিজয়গাঁথা নিয়ে সবটুকু নিংড়ে দিয়েছেন ক্রীড়া সাংবাদিকের দল। কিংবদন্তি, সর্বশ্রেষ্ঠ ও অমরত্বের আসনের চূড়ায় তারা লিওনেল মেসিকে বসিয়ে দিয়েছে।

Development by: webnewsdesign.com