অবশেষে থাইল্যান্ডে আটকে পড়া ৩৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

রবিবার, ২৭ জুন ২০২১ | ১২:১২ অপরাহ্ণ

অবশেষে থাইল্যান্ডে আটকে পড়া ৩৭ বাংলাদেশি দেশে ফিরেছেন
apps

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, থাইল্যান্ডে আটকে পড়া ৩৭ বাংলাদেশি গতকাল শনিবার বিকেলে বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরেছেন। থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল হাই আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে সহায়তা করায় থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, গত এক বছরে ১৫ দফায় থাইল্যান্ডে আটকে পড়া এই বাংলাদেশিদের ফিরিয়ে আনা হলো। এছাড়াও থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস আরও দুই দফায় কম্বোডিয়া থেকে ১৩৫ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনে।

Development by: webnewsdesign.com