অবশেষে আড়ানী পৌর মেয়র মুক্তার আলী পাকশীতে আটক

শুক্রবার, ০৯ জুলাই ২০২১ | ৪:১৬ অপরাহ্ণ

অবশেষে আড়ানী পৌর মেয়র মুক্তার আলী পাকশীতে আটক
apps

অবশেষে রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জুলাই) ভোর ৫টার দিকে পাবনার পাকশি এলাকায় অবস্থিত তার আত্মীয়ের বাড়ি থেকে আটক করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখায়ের আলম।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ এবং ডিবি ইন্সপেক্টর আতিকের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর পর তাকে নিয়ে অভিযান চালানো হয় বাঘা উপজেলার আড়ানীতে মেয়রের নিজ বাড়িতে।

এ সময় বাড়িতে তল্লাশী চালিয়ে তার দেখানো মতে চার বোতল ফেন্সিডিল, একশত গ্রাম গাঁজা, নগদ এক লাখ টাকা এবং দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নতুন করে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর আগের মামলা রয়েছে পাঁচটি। আজ শুক্রবার ভোর থেকে ও তার বাড়িতে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ৭ জুলাই তার বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৩ রাউন্ড গুলিসহ মাদকদ্রব্য এবং গ্রায় এক কোটি টাকা উদ্ধার করেছিল রাজশাহী জেলা পুলিশ। সে সময় মেয়রের স্ত্রী ও দুই ভাতিজাকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকেই সে পলাতক ছিল।

Development by: webnewsdesign.com