নানান অনিয়ম ও নিয়মবহির্ভূত দ্বায়িত্ব পালন করার অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি পল্লীবিদ্যুৎ সমিতির ৫ নং এলাকা পরিচালক রেজাউল করিম মাষ্টারকে পদ থেকে অপসারণ করছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
একই সঙ্গে তার নির্বাচনী এলাকায় পরিচালক পদে আজীবন নির্বাচনের প্রার্থী হতে পারবেনা এমন আদেশও দেন। গত ২৭ মে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে এমন আদেশের পত্র প্রেরণ করলেও ৩০ মে জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতি পত্রটি গ্রহন করা হয় বলে জানিয়েছেন জেনারেল ম্যানেজার।
পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, পাঁচবিবি পল্লীবিদ্যুৎ সমিতির ৫নং এলাকা পরিচলাক রেজাউল করিম তার কর্ম এলাকায় বেশকিছু অনিয়ম ও নিয়মবহির্ভূত কাজ করার প্রতিকার চেয়ে বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন পাঁচবিবি পল্লীবিদ্যুৎ সমিতির গাড়ি চালক জিয়াউর রহমান। পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে একটি উচ্চপদস্থ তদন্ত প্রতিনিধি দল সরেজমিন তদন্তে আসেন এবং বেশ কিছু অনিয়ম ও নিয়মবর্হিভূত কাজের সত্যতা পায়। তদন্ত দলের প্রতিবেদনে পরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাকে পদ থেকে অপসারণ করেন।
পাঁচবিবি পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার নির্বাচনী এলাকায় নিয়মবহির্ভূত কাজ করায় বোর্ডে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়। তদন্তে তার বিরুদ্ধে অনিয়মের সত্যতা পাওয়া গেলে পরিচালকের পদ থেকে কর্তৃপক্ষ রেজাউলকে অপসারণ করেন।
Development by: webnewsdesign.com