চট্টগ্রামের কেরানিহাট-বান্দরবান সড়কের সাতকানিয়ার হলুদিয়া এলাকায় সড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত মোঃ ওসমান (৫৫) সাতকানিয়ার উত্তর বাজালিয়া ৬ নম্বর ওয়ার্ডের গনু মিয়ার ছেলে।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশটি মর্গে পাঠানো হয়ছে বলেও জানান তিনি।
Development by: webnewsdesign.com