অতিরিক্ত ইয়াবা সেবনের ফলে বিষক্রিয়ায় কক্সবাজারে এক পর্যটক মারা গেছেন। রোববার হোটেল ‘লং বিচে’ এ ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম আবির রহমান রুমি (২৪)। ঢাকার মালিবাগ চৌধুরী পাড়ার মিজানুর রহমানের পুত্র আবির একটি বিপনন সংস্থায় কাজ করতেন। বন্ধুদের সাথে তিনি কক্সবাজারে ঘুরতে এসেছিলেন। মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।কক্সবাজার সদর হাসপাতাল সূত্র জানায়, রোববার সকালে মুনতাসির তাহামিদ নিস্বর্গ নামের এক ব্যাক্তি তার বন্ধু আবির রহমান রুমিকে সদর হাসপাতালে নিয়ে আসে। অতিরিক্ত ইয়াবা সেবনের কারণে রোগীর শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। হাসপাতালে চিকীৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।এ বিষয়ে সদর থানার ইনেসপেক্টর অপারেশন মাসুম খান জানান, আবিরের বাবা মিজানুর রহমান বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর আবেদন করে। পিতার আবেদনে প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে মরদেহ গত রাতে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
Development by: webnewsdesign.com