ব্যাংক কর্মকর্তা মওদুদ হত্যা মামলায়

অটোরিকশা চালক নোমানের আদালতে আত্মসমর্পণ, ৭ দিনের রিমান্ড আবেদন

বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১ | ২:৩৪ অপরাহ্ণ

অটোরিকশা চালক নোমানের আদালতে আত্মসমর্পণ, ৭ দিনের রিমান্ড আবেদন
apps
I
সিলেটে পরিবহন শ্রমিকদের হামলায় অগ্রণী ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সিএনজি অটোরিকশা চালক নোমান হাসনুর আদালতে আত্মসমর্পণ করেছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আসামী নোমান সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এমএম-১) সাইফুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে।

আসামী নোমান হাসনুর আদালতে আত্মসমর্পণের খবর পেয়ে মামলার আইও কোতোয়ালী থানার এসআই মিজানুর রহমান ওই আদালতে হাজির হয়ে তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। বর্তমানে আসামী নোমান কোর্ট হাজতখানায় রয়েছে। এখন রিমান্ড শুনানীর পর যদি আদালত তার রিমান্ড মঞ্জুর করেন তাহলে তাকে সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ।
আদালতে আত্মসমর্পণকারী আসামী নোমান হাসনুর সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের টুকেরগাঁও পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নানের পুত্র।
এর আগে বুধবার সকালে সিলেটে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদ হত্যা মামলায় প্রধান আসামি নোমান হাসনুর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সহযোগিতায় আত্মসমর্পণ করে। পরে শ্রমিক ইউনিয়নের নেতারা তাকে আটক করে আনেন শ্রমিক নেতারা। পরে তারা তাকে মহানগর হাকিম আদালত ১ সোপর্দ করেন।

উল্লেখ্য, গত শনিবার বিকালে জৈন্তাপুরের হরিপুর থেকে একটি সিএনজি অটোরিকশায় নগরীর বন্দরবাজারে আসেন ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ (৩৫)। একপর্যায়ে চালক নোমান হাসনুরের (২৮) সাথে ভাড়া নিয়ে বাগবিতন্ডা হয় মওদুদের। তখন হাছনুরসহ সিএনজি অটোরিকশা চালকরা মওদুদ আহমেদকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর হত্যাকান্ডকে সড়ক দুর্ঘটনা বলে প্রচার চালায় পরিবহন শ্রমিকরা।
নিহত মওদুদের বড়ভাই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের টুকেরগাঁও পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে সিএনজি অটোরিকশাচালক নোমান হাছনুর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এদিকে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আন্দোলনে রাস্তায় নেমে আসেন তারা। সিলেটের সর্বস্তরের ব্যাংক কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, ব্যাংক কর্মচারী ফেডারেশন, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ, সোনালী ব্যাংক, তরুণ পেশাজীবি সমিতি ও অগ্রণী ব্যাংক অফিসার্স সমিতি সিলেট এরকম কয়েকটি সংগঠন এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে।

আন্দোলনকারীরা জানান, মওদুদ হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত ও এই ঘটনার সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না। একইসঙ্গে ব্যাংকারদের নিরাপত্তারও দাবি করেন তারা। এছাড়া সিলেটে পরিবহন শ্রমিকদের নৈরাজ্য চলছে এমন দাবি তুলে তারা জানান এই নৈরাজ্য ও দৌরাত্ম বন্ধ করতে হবে। নতুবা আরও অনেককে এভাবে প্রাণ দিতে হবে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৪

Development by: webnewsdesign.com